০৮/১১/২০২৫, ০:২৮ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সীমান্তে নিরাপদ পরিবেশে উৎসবমুখর দুর্গাপূজা চলছে

সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন চলছে। নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল ও তৎপরতার ফলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আখাউড়া পৌরশহরের রাধানগর রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, “আমার আওতাধীন সীমান্ত এলাকার ৩৮টি পূজামণ্ডপে প্রতিদিন প্রতিটি ক্যাম্প থেকে চারটি করে টহলদল দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ঘটবে না বলেই আশা করি। আখাউড়া, বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মনগর সীমান্ত এলাকায় কোনো ঝুঁকিপূর্ণ এলাকা নেই।”

লে. কর্নেল জাব্বার আরও বলেন, “এখানে অসাম্প্রদায়িক সম্প্রীতি ও চমৎকার মেলবন্ধনের কারণে সবাই মিলেমিশে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করছেন।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাধানগর রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন কুমার ঘোষ, নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জুটন বনিক, প্রিন্ট অ্যান্ড টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মহিউদ্দিন মিশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পড়ুন: ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি

দেখুন: প্রেমের টানে ২ হাজার কি. মি পাড়ি দিয়ে দিনাজপুরে চীনা যুবক!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন