১৯/০৭/২০২৫, ২:৩৩ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:৩৩ পূর্বাহ্ণ

সীমান্তে ভারত ঢোকার চেষ্টা: পাঁচবিবিতে ২ যুবক আটক

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া সীমান্তে কয়া বিওপি’র দায়িত্বে থাকা টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটককৃতরা হলেন—জীবন মহন্ত (২২) ও সিদ্ধান্ত রায় (২৪)। দু’জনেই রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

২০ বিজিবির কয়া বিওপি কমান্ডার নায়েক সুবেদার জহরুল হক জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে নয়াপাড়া গ্রামের মেইন পিলার ২৮১/৫৪-এস সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই যুবককে। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই ভারত যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(ক) ধারায় মামলা দায়েরের জন্য পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পড়ুন: মেঘনা নদীতে মাছ মরে ভেসে উঠছে, আতঙ্কে জনপদ

দেখুন: হ*ত্যা মামলার বাদী জানেন না আসামি কে! 

ইম/

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন