নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৮২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মদ জব্দ করতে পারলেও কাউকে আটক করতে পারেনি বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়ন।
আজ শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
৩১ বিজিবির অধিনায়ক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
মাদকবিরোধী এ অভিযানে ওই বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮০ হতে আনুমানিক আটশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের বাধনকুড়া নামক এলাকা থেকে ৮২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় টহল দলটি।
আমদানি নিষিদ্ধ মালিকবিহীন জব্দকৃত ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।
এনএ/