ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। কোয়ার্টার ফাইনালে উঠে গেছে সুইসরা। জয় পেয়েছে জার্মানিও।
প্রথমার্ধে ফ্রয়লারের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ভার্গাস। ৩১ বছর পর ইতালির বিপক্ষে জয়ের স্বাদ পেল দলটি। ১৯৯৩ সালে বিশ্বকাপের বাছাই পর্বে ইতালিকে ১-০ গোলে হারিয়েছিল সুইসরা।
অন্য ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জার্মানি। হাভার্টজের গোলে এগিয়ে যাওয়ার পর, মুসিয়ালার গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।