০৮/১১/২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে নুরুল ইসলামের নেতৃত্বে বিএনপির ৩১ দফা নিয়ে গণজাগরণ

বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’। দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণ, প্রশাসনিক সংস্কার ও জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত এই কর্মসূচি এখন মাঠে গড়াচ্ছে। সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জে এক বিশাল লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল।

বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচি ছিল এক প্রাণবন্ত রাজনৈতিক প্রদর্শন। হাজারো নেতাকর্মী হাতে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট নিয়ে নেমে পড়েন শহরের রাস্তায়।
ট্রাফিক পয়েন্ট, মধ্যবাজার, পশ্চিমবাজার, সাহেববাড়ি ঘাট, উত্তর আরপিননগর ও তেঘরিয়া—পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে প্রচারণার সুর।

লিফলেট হাতে মানুষ থমকে পড়ছে, পড়ছে, প্রশ্ন করছে—‘এই ৩১ দফার মানে কী?’—তাদের উদ্দেশে বিএনপির নেতাকর্মীরা ব্যাখ্যা দিচ্ছেন কীভাবে এই দফাগুলো দেশের ভবিষ্যৎ রাজনীতি ও প্রশাসনিক কাঠামোকে পরিবর্তন করতে পারে।গণমিছিল শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি বলেন—“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন, জাতীয় সমন্বয় কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, মিডিয়া স্বাধীনতা নিশ্চিতকরণ ও সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা।”


তার কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়—“এই কর্মসূচি কেবল দলীয় নয়, এটি জনগণের মুক্তির সনদ।”কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। তাদের মধ্যে ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আকবর আলী, আতম মিছবাহ, এ্যাডভোকেট মাসুক আলম, এ্যাডভোকেট শেরেনুল আলী, মোঃ রেজাউল হক, জিয়াউর রহিম শাহিন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, যুবদল নেতা সুহেল আহমেদ, কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচাঁন, এবং সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী বাবু অশোক তালুকদার প্রমুখ।

শহরের বিভিন্ন স্থানে জনতার সঙ্গে কথোপকথনে অংশ নেন এডভোকেট নুরুল। স্থানীয়দের কেউ কেউ বলেন, “বিএনপি যদি জনগণের কথা সত্যি সত্যি বাস্তবায়ন করে, তবে এই ৩১ দফা দেশের রাজনীতিতে নতুন দিক তৈরি করবে।”বিএনপির এই উদ্যোগ শুধু দলীয় প্রচার নয়, বরং তা মাঠের রাজনীতিতে এক নতুন উত্তাপ ছড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর সুনামগঞ্জে বিএনপির এমন উজ্জীবিত উপস্থিতি আগামী নির্বাচনের আগাম বার্তা বহন করছে।

এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই গণসংযোগ কর্মসূচি দেখিয়েছে—সুনামগঞ্জে এখনও বিএনপির তৃণমূল সংগঠন সক্রিয়, ঐক্যবদ্ধ এবং পরিবর্তনের স্বপ্নে উদ্বুদ্ধ।বিএনপির ৩১ দফা কর্মসূচি মাঠে নেমে যে জনসম্পৃক্ততার সৃষ্টি করেছে, তা রাজনীতির মাঠে এক নতুন স্রোত বয়ে আনতে পারে—যেখানে সুনামগঞ্জ এখন পরিবর্তনের সম্ভাব্য কেন্দ্র হিসেবে আলোচনায়।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে ২৫০০ টাকায় ৫টি প্যারাসিটামল হাসপাতালে প্রতারণার শিকার এক দুঃখীনি মা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন