সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্য গুদামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,(১৩ সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক সময় ১১ টায় জগন্নাথপুর যাওয়ার সময় মোটরসাইকেল আরোহীদের সাথে একটি কারের মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনায় দোয়ারাবাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো-জুয়েল মিয়া নামের এক যুবক ঘটনাস্থলে মারা যান।আরেকজনকে গুরুতর অবস্থায় সিলেটে নেওয়ার পথে মারা যান-তিনি সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর ময়নার পয়েন্টের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো: শব্দর আলী।নিহত দুইজনই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন,সরকারি ডাকপত্র নিয়ে জগন্নাথপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পড়ুন: আলোর পাঠশালা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গাছের চারা রোপণ
দেখুন: ‘অনৈতিক ভিডিও ধারণের ক্ষোভ থেকেই আ.লীগ নেতাকে হ ত্যা
ইম/


