০৮/১১/২০২৫, ৯:১৬ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দু’দফা সংঘর্ষ নিহত ২-আহত ৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনায় আব্দুল মতিন ও আকবর হোসেন নামে উভয় পক্ষের দুইজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ০৫ জন, গতকাল শুক্রবার রাতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত আব্দুল মতিন লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও গ্রামের বীরাঙ্গনা মরহুমা কাকন বিবির মেয়ে সখিনা বিবির স্বামী, অপর নিহত আকবর আলী লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে লক্ষীপুর মাঠে ফুটবল খেলা নিয়ে আব্দুল মতিনের ছেলে কিবরিয়া ও আকবর হোসেনের ছেলে একরাম হোসেনের মধ্যে বাকবিত-া সৃষ্টি হয়। খেলা শেষে ক্ষিপ্ত আব্দুল মতিন বাকবিতন্ডার কারণ জানতে আকবরের বাড়িতে উপস্থিত হলে কোনো কিছু বুঝে ওঠার আগেই আকবরের লোকজনের বেদড়ক মারপিটে আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত মতিনের পক্ষের লোকজন স্থানীয় পশ্চিম বাংলাবাজারে অবস্থানরত আকবর ও তার সহযোগীদের উপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় গুরুতর আহত আকবরকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান,ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দুইজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পড়ুন: নোয়াখালীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

দেখুন: সরকারি গমের বস্তায় আনা হলো বালি-পাথর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন