নির্বাচন নিয়ে সরকার যে ওয়াদা জনগণের সাথে করেছে সেই ওয়াদা ঠিক রাখতে সঠিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুল হক।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শনিবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জনসভায় প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জ উপজেলায় শোভাযাত্রা ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন তিনি।
জনসভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আহবায়ক শফিকুর রহমানের সভাপতিত্ব যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপি ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক,জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান সহ বিএনপি বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।
এসময় ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার প্রতিটি ওয়ার্ডের, বিএনপি, কৃষকদল, সেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবি দলসহ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।
পড়ুন: ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার আবিদুল হক আবিদ
এস/


