২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ছয়টি দল। বাকি দুইটি দল হিসেবে সুপার এইটে যাওয়ার লড়াইয়ে আছে বাংলাদেশ, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। সব মিলিয়ে এবার সুপার এইট নিশ্চিত করা আটটি দলের জন্য সুখবর দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এ আসরে সরাসরি অংশগ্রহণ করতে পারবে, চলতি আসরে সেরা আটে থাকা দলগুলো। দুই আয়োজক দেশসহ , টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ তিনে (আগামী ৩০ জুনের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ তিনে থাকে) থাকা দলও সেখানে সরাসরি খেলবে। তাই এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও তেমন কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না লঙ্কানদের।