বিশ্বকাপে সুপার এইটের আশা টিকিয়ে রাখতে, এবার বাংলাদেশের সামনে নেদারল্যান্ডস ও নেপাল। প্রতিপক্ষ হিসেবে ডাচরা বেশ শক্ত। তাই, বাড়তি সতর্ক টাইগাররা। ম্যাচটি শুরু হবে আগামীকাল রাত সাড়ে ৮টায়। আর নেপালের সঙ্গে ম্যাচ আগামী সোমবার।
শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও, মাত্র চার রানে হারতে হয়েছে। অপেক্ষা বেড়েছে শান্তদের শেষ আটে যাওয়ার।
বাংলাদেশের সেরা আটে যাওয়ার সমীকরণ অনেকটাই নির্ভর করছে নেদারল্যান্ডসের ওপরে। ডাচদের বিপক্ষে জয় পেলেই শেষ আটে যাওয়ার রাস্তা মোটামুটি নিশ্চিত। পরের ম্যাচ নেপালের বিপক্ষে। যেটা অনায়াসেই পার হয়ে যাওয়ার সক্ষমতা আছে টাইগারদের।
এখন ভয় শুধু ডাচ পরীক্ষা নিয়ে। টাইগাররা শক্তিতে এগিয়ে থাকলেও, যে কোনো সময় ঘটতে পারে অঘটন। যেমনটা হয়েছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচে।
ডি গ্রুপে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। দুই ম্যাচ খেলে এক জয়ের সঙ্গে একটি হারও আছে লাল সবুজদের। সমান সংখ্যাক ম্যাচ খেলে টেবিলের তিনে নেদারল্যান্ডস। তাদেরও রয়েছে একটি করে জয় ও হার।