১৫/০৭/২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ
26.9 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের দাবিতে ১৯৯৪ সালে চাকরিচ্যুত আনসার সদস্যদের আমরণ অনশন

১৯৯৪ সালে চাকরিচ্যুত হয়ে দীর্ঘ ৩০ বছর ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষায় থাকা শতাধিক ব্যাটালিয়ন আনসার সদস্য রাজধানীর আনসার ও ভিডিপি সদর দপ্তরের সামনে আমরণ অনশন করছেন। গত ২৮ জুন ২০২৫ থেকে শুরু হওয়া এই কর্মসূচি এখনো চলমান রয়েছে।

আন্দোলনরত আনসার সদস্যদের দাবি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২২ সালের ২ আগস্ট মামলাসংখ্যা ১৭৫ ও ১০৪৫৮/২০১৫-এর রায়ে তাদের নির্দোষ ঘোষণা করে পুনর্বহালের নির্দেশ দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আনসার ও ভিডিপি অধিদপ্তর কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি।

ভুক্তভোগী ল্যান্স নায়েক রুহুল আমিন তালুকদার জানান, “আমরা যখন মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছি, তখন কেন চাকরিতে ফেরত দেওয়া হয়নি? আমাদের পরিবার-পরিজন নিয়ে আজ আমরা মানবেতর জীবনযাপন করছি।”

আনসার সদস্যদের অভিযোগ, তাদের যথাযথ বিচার না করেই তৎকালীন মহাপরিচালক তাকে ও তার সহকর্মীদের জেলে পাঠানোর মাত্র দুই মাসের মধ্যে চাকরি থেকে বরখাস্ত করেন। অথচ আট মাসের মাথায় তারা আদালত থেকে খালাস পান।

তাদের দাবির মধ্যে রয়েছে :
১. সুপ্রিম কোর্টের রায়ের বাস্তবায়ন, ২. পূর্ণাঙ্গ চাকরি পুনর্বহাল, ৩. প্রাপ্য সুবিধাদি প্রদান

আন্দোলনরত সদস্যরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আমরণ অনশন চালিয়ে যাবেন।

পড়ুন : গর্বের গার্ড অব অনা জীবিত দুই বীর আনসারকে ভালোবাসার স্মারক

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন