বাংলাদেশ ও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে চায় ভারত। মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) গুলশানে ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ভারতীয় হাই-কমিশনার প্রণয় ভার্মা। প্রতিনিধিদের সঙ্গে নিয়ে দলটির সঙ্গে বৈঠক করেন তিনি। বিএনপির পক্ষে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আর উন্নত করতে চাচ্ছে।
দুই দেশের বিদ্যমান সমস্যাগুলোও বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল ।
এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলটির নেতারা বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের এদেশে আর রাজনীতি করার অধিকার নেই।
শুধু নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের পর দ্রুত ভোটের পথে হাটার তাগিদ দেন দলটির নেতারা।