০৮/০৭/২০২৫, ১৯:৩৫ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১৯:৩৫ অপরাহ্ণ

সেনাবাহিনী থেকে আমান আযমীর বরখাস্ত আদেশ প্রত্যাহার

সেনাবাহিনী থেকে সাবেক জামায়াত নেতা অধ্যাপক গোলাম আজমের বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, গত ২৪ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে তার বরখাস্তের আদেশ বাতিল করে ২০০৯ সালের ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৪ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী, পিএসসিকে প্রযোজ্য সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে।

২০১৬ সালের ২৩ আগস্ট নিখোঁজের পর চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পরদিন সন্ধান মেলে সাবেক এই সেনা কর্মকর্তার। সে সময় তিনি সংবাদ সম্মেলনে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহারে আইনি লড়াই চালাবেন বলে জানান।

এনএ/

আরও পড়ুন: সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন: আটক আরও ৫

দেখুন: প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, বি*ক্ষোভে উত্তাল ইসরায়েল 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন