০৮/০৭/২০২৫, ২১:২৯ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:২৯ অপরাহ্ণ

সেন্ট্রাল ইসরায়েলে ইরানের হামলা, নিহত ৩

সেন্ট্রাল ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, শনিবার ভোর হওয়ার ঠিক আগে ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। এছাড়া হামলার ভয়ে আগে থেকেই লাখ লাখ মানুষ নিরাপদস্থানে আশ্রয় নেন।

এদিকে ওই অঞ্চল থেকে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোশ্যাল মিডিয়ায় সেন্ট্রাল ইসরায়েলের একটি আবাসিক রাস্তার ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি দেখা যাচ্ছে। রাস্তাজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। আংশিকভাবে ধসে পড়া বাড়ির কাছাকাছি থাকা গাড়িগুলোও ভেঙে গেছে।

তবে কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র হামলার সঠিক অবস্থান জানাতে বাঁধা দিচ্ছে, কারণ এটি ইরানের সামরিক বাহিনীকে কার্যকর তথ্য সরবরাহ করবে বলে তারা ভয় পাচ্ছে। দেশটির জাতীয় জরুরি পরিষেবার একজন মুখপাত্র ইসরায়েলের চ্যানেল ১২-কে বলেছেন, আবাসিক ভবনগুলোতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার পর একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

এক্সে করা এক পোস্টে বলা হয়েছে, “গত কয়েক মিনিটে রেড অ্যালার্ট সাইরেন শোনার পর, এমডিএ ইএমটি (জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ) এবং প্যারামেডিকদের রকেট হামলার ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।” এ ঘটনায় হতাহতদের হালকা থেকে মাঝারি আঘাত লেগেছে বলেও জানিয়েছে তারা।

পড়ুন: হামলার আশঙ্কায় প্রধান বিমানবন্দর বন্ধ করে দিলো ইসরায়েল

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন