১৬/১১/২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সেপ্টেম্বরেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

নতুন দলের নিবন্ধন শেষ করে চলতি মাসেই নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৪ সেপ্টেম্বর) ইসি সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন ইতোমধ্যে একাধিক বৈঠক করেছেন। সেসব বৈঠকে দলগুলো তাদের অনেক প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা আমলে নিয়ে কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন, সেগুলো আমাদের কাছে এসেছে, তাও আমরা আমলে নিয়েছি। এজন্য আমরা চিন্তা করছি, সংলাপ যেদিন থেকে শুরু হবে তার ১০ দিন আগে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলো চিঠি দেব এবং সেখানে লিখিত প্রস্তাব আনার জন্য অনুরোধ করব।

তিনি আরও জানান, সংলাপের জন্য সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে আলাদা আলাদা সময় নির্ধারণ করা হবে। এতে সংলাপের শৃঙ্খলা বজায় থাকবে। এদিকে, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করে ইসি। দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। তবে সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে।

এদিকে ২২ টি নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। সেসব তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছে কমিশন। পর্যালোচনা শেষে আরও কয়েকটি দল নিবন্ধন পেতে পারে বলে জানা যায়।

বিজ্ঞাপন

পড়ুন: ‘নির্বাচন কমিশন সার্ভিস’ চালু করতে দ্রুত আইন সংশোধন চান ইসি কর্মকর্তারা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন