চলতি সেপ্টেম্বর মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই-তিন দিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এ ছাড়া সারা দেশে তিন-পাঁচ দিন হালকা বজ্রঝড় হতে পারে।
ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
চলতি বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে বন্যার কবলে পড়ে উত্তর-পূর্বাঞ্চল। জুলাইয়ের শুরুতেও দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা দেখা গিয়েছে। এছাড়া, গত ২০ আগস্ট থেকে ভারত থেকে নেমে আসা তীব্র ঢলের কারণে দেশের ১১ জেলায় বন্যা দেখা গিয়েছে।