29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

সেমিতে অস্ট্রেলিয়া, এখনও সুযোগ আছে আফগানিস্তানের

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। ফলে ৪ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পেয়েছে অজিরা। ‘বি’ গ্রুপ থেকে এখনও অন্য কারো সেমি নিশ্চিত হয়নি। ৩ পয়েন্ট করে আছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের।

আফগানিস্তানের সব কটি ম্যাচ শেষ হয়ে গেলেও আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচে ইংল্যান্ডের বড় ভক্তই বনে যেতে হবে হাশমতউল্লাহ শহিদির দলকে। কেননা প্রোটিয়ারা বড় ব্যবধানে হারলে তাদের সেমির ভাগ্য খুলে যেতেও পারে।


‘বি’ গ্রুপে আফগানিস্তান এখন টেবিলের তিন নম্বরে। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে নেট রানরেটে পিছিয়ে তারা, আফগানদের নেট রানরেট -০.৯৯০ ও প্রোটিয়াদের +২.১৪০। সমীকরণ মিলিয়ে আফগানিস্তানকে সেমিফাইনালে যেতে হলে প্রোটিয়াদের ২০৭ রান ব্যবধানে হারতে হবে, আগে ব্যাট করলে ইংল্যান্ডকে ৩০০ রানের টার্গেট তাড়া করতে হবে মাত্র ১১.১ ওভারে। পরেরটা যে রীতিমতো অসম্ভব, তা সহজেই অনুমেয়ও।

অস্ট্রেলিয়ার ইনিংসের ১২.৫ ওভারের সময় লাহোরে বৃষ্টি আসে। ততক্ষণে ২৭৪ রানের টার্গেটে এক উইকেটে ১০৯ রান তুলে ফেলেছিল অজিরা। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া হারিয়েছিল কেবল ম্যাথু শর্টের উইকেট। মাত্র ৪.৩ ওভারের মধ্যেই ২০ রান করে তিনি ফেরার পর অস্ট্রেলিয়া রানের গতি একটুও কমায়নি। সেটা সম্ভব হয়েছে ট্রাভিস হেডের ৪০ বলে ৫৯ রানের ইনিংসে। স্টিভ স্মিথ তাকে সঙ্গ দিচ্ছিলেন ১৯ রান করে।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার পথে সেদিকউল্লাহ ৮৫ আর আজমতউল্লাহ ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অজিদের পক্ষে ৪৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বেন ডারশুইস। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুর ধাক্কা সামলে ভালো অবস্থানেই ছিল আফগানিস্তান। দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন সেদিকউল্লাহ আতল। তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৫ বল খেলে ০ রানে রহমানউল্লাহ গুরবাজ আউট হওয়ার পর ইব্রাহিম ও রহমতের সঙ্গে জুটি গড়েছিলেন সেদিকউল্লাহ। দলীয় ৭০ রানে ইব্রাহিম ব্যক্তিগত ২২ আর ৯১ রানে রহমত ব্যক্তিগত ১২ রানে আউট হলেও ক্রিজে আধিপত্য চালিয়ে যান সেদিকউল্লাহ। চতুর্থ উইকেটে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি। ছক্কা হাঁকিয়ে ৬৪ বলে ফিফটি হাঁকানো এ ব্যাটার সেঞ্চুরিরও কাছাকাছি গিয়েছিলেন।

কিন্তু স্পেন্সার জনসনকে কাভারের উপর দিয়ে তুলে মারতে গিয়ে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন তিনি। ৯৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় থামে তার ৮৫ রানের ইনিংস। তার বিদায়ের পর ধস নামে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপেও। ৪৯ বলে ২০ রান করে দলীয় ১৭৬ রানে বিদায় নেন হাশমতউল্লাহ। ৬ রানের ব্যবধানে রান আউটের ফাঁদে পড়ে আউট হন মোহাম্মদ নবি (১)। দলীয় ১৯৯ রানে বিদায় নেন গুলবাদিন নাইব (৪)। শেষদিকে বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই। তার সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৯ রানে আউট হন রশিদ খান। অন্যদিকে আড়াইশ পার করে ৬৭ রানের ইনিংসে দলকে ২৭২ রানে পৌঁছে দিয়ে শেষ ওভারের চতুর্থ বলে আউট হন আজমতউল্লাহ। ৬৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৫ ছক্কা ও ১ চারের মারে।

পড়ুন : ইংল্যান্ডকে বিদায় করে আফগানিস্তানের স্মরণীয় জয়


বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন