ডিপ্লোমা নার্সিং কোর্সকে (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) ডিগ্রি সমমান করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর – দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সকালে সাড়ে ১০ টার দিকে স্থানীয় ওয়াপদামোড়ে অবস্থান নিয়ে ওই মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় রাস্তায় দুই পাশে আটকা পড়ে শতাধিক গাড়ি।
ওই সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা উল্লেখিত স্থানে সড়কের ওপর বসে পড়েন। ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে এই অবস্থানে কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দিতে শোনা যায়।
অবরোধে অংশগ্রহনকারীরা জানান, নার্সিং কলেজগুলোতে এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। অথচ অন্য শিক্ষার্থীরা এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেই ডিগ্রি সমমান সনদ পাচ্ছেন। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।
তারা আরও বলেন, এই বৈষম্যের বিরুদ্ধে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকার শাহবাগ অবরোধ করেন তারা। প্রায় ছয় ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা। শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে তাদের অভিযোগ। এই ঘটনার বিচার ও দাবি বাস্তবায়নের জন্যই এখানে অবস্থান নয়ে রংপুর-দিনাজপু মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো অবরোধ চলছিল। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।
পড়ুন: নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
দেখুন: পুলিশের সাথে সংঘ*র্ষ: পুরুষশূন্য একটি গ্রাম!
এস