নীলফামারীর সৈয়দপুরে দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মো. জাকির হোসেনের মা মেহেরুননেসা ইন্তেকাল করেছেন। তিনি শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে শহরের নয়াটোলা মহল্লার ডিআইবি রোডের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী মো. ওয়ায়েস উদ্দিনসহ ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনি এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ নামাজে এশা সৈয়দপুর জামে মসজিদে মরহুমার জানাজা শেষে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মৃত্যুর খবরে গভীর শোক ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক ছাদের হোসেন, মানবসম্পদ বিভাগের সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম।
এছাড়া জেলা মিডিয়া ইউনিট সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি রাশেদুল ইসলাম আপেলসহ সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শহর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধীজন।
পড়ুন : সৈয়দপুরে জিপিএ ৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা


