27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

সৈয়দপুরে এক টাকায় ঈদের নতুন জামা (১ টাকায় রঙীন জামা পেলো শতাধিক সুবিধাবঞ্চিত শিশু)

রাস্তার পাশে সামিয়ানা দিয়ে বানানো অস্থায়ী দোকান। দোকানে টাঙানো একটি ব্যানার। তাতে লেখা ‘১ টাকায় ঈদের নতুন জামা’। ব্যানারের ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী । আগত শিশুদের সঙ্গে পোশাকের সাইজ মিলিয়ে দেখছেন এবং ১ টাকার বিনিময়ে তাঁ আগত শিশুদের হাতে তুলে দিচ্ছে। আর এই পোশাকগুলো কিনতে দাঁড়িয়ে আছে শতাধিক শিশু-কিশোর। নতুন জামাগুলো তাদের কাছে বিক্রি করা হচ্ছে মাত্র ১ টাকায়। এভাবে মাত্র এক টায় ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মেতেছে নীলফামারীর সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু।

মূলত সুবিধা বঞ্চিত পথ শিশুদের ঈদের আনন্দ দিতে এমন একটি উদ্যোগ নিয়েছে ‘আমাদের প্রিয় সৈয়দপুরে’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় ১ টাকায় ঈদের নতুন জামা ওই দোকানটি বসানো হয়। আয়োজনের মধ্যে নতুন সব ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ছিল। আগত সুবিধাবঞ্জিত শিশুরা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পোশাক কিনে নেন। আর এভাবে মাত্র এক টাকায় ঈদ নতুন জামা পেযে খুশি সুবিধা বঞ্চিত শিশুরা।

শহরের গোলাহাটের শিশু শবনম (৮), সুমাইয়া (৭) জানায়, যে কোনো উৎসব-পার্বণে তাঁদের মা-বাবার পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এখানে ১ টাকায় নতুন জামা দিচ্ছে শুনেই ছুটে আসি এবং এই এক টাকায় পছন্দ মত ফ্রক নিয়েছে। খুব খুশি আমি।


পড়ুন: সৈয়দপুরে সানফ্লাওয়ার কলেজে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দেখুন: আকাশে আজব আলোর সরল রেখা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন