নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত কসানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই প্রতিষ্ঠান চত্বরে এসবের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের পরিচালক ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সহ-সভাপতি লায়ন কাজী একরামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রামাণিক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শাহ ফজলুর রহমান।

সৈয়দপুরে সহকারী অধ্যাপক ফারুক আহম্মেদ ও সহকারী শিক্ষক বিলকিস বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ৫৬ টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ১৭২ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দপুরে প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও দেশের গান পরিবেশন করে। এছাড়া ফ্যাশন শো, যেমন খুশি তেমন সাজো ও অভিভাবকদের জন্যও খেলার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: এ্যাডভোকেট মাসুদ তালুকদারকে সৈয়দপুরে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
দেখুন: আকাশে আজব আলোর সরল রেখা |
ইম/