ফেনীর সোনাগাজীতে টাইফয়েড (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জের প্রতিনিধি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, ইমাম সমিতির সভাপতি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, আবাসিক মেডিকেল অফিসার ডা. অর্ণব বণিক, সাংবাদিক, এমওডিসি, এনজিও প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টরা।
সভায় ক্যাম্পেইন বাস্তবায়নের প্রস্তুতি, কৌশল, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সকলে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে ক্যাম্পেইন সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পড়ুন : সোনাগাজীতে জুলাই শহীদদের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল

