০৮/০৭/২০২৫, ২১:৩০ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:৩০ অপরাহ্ণ

সোনাগাজী কুটিরহাটে ফার্মেসি পরিদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অভিযোগ

ফেনীর সোনাগাজী উপজেলার কুটিরহাটস্থ ‘মেসার্স হোসেন মেডিসপ’ পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। রোববার (১৫ জুন) সকালে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তাঁর সাথে ছিলেন কনসালট্যান্ট এনেস্থেসিয়া ডা. মিনহাজ শরীফ এবং স্যানিটারি ইন্সপেক্টর নুর আলম।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায় এবং দোকানটির পরিবেশ অপরিচ্ছন্ন বলে শনাক্ত করা হয়। এছাড়া ডা. রিপন নাথ নামক এক গ্রাম্য ডাক্তারের পোস্টার দোকানের সামনে দেখা যায়, অথচ তিনি সেখানে চিকিৎসা প্রদান করেন না। এ কারণে উক্ত পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেন কর্মকর্তারা।

অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

অপরদিকে, একই দিনে ‘আলিশা মডেল ফার্মা’ পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ওষুধপত্র যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রতিষ্ঠানটির প্রশংসা করা হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ ধরনের পরিদর্শন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পড়ুন: ফেনীর দাগনভূঞায় মোবাইল কোর্ট অভিযান, ৯ মামলা, ১১ হাজার টাকা জরিমানা ও ১ জনের কারাদণ্ড

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন