28.4 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছরপূর্তি ও বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলা শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছরপূর্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করা হয়েছে।

আজ ১৪ এপ্রিল সোমবার দুপুর ২টায় ফাউন্ডেশনে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা।

এছাড়া সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রথম গেট থেকে শুরু হয়ে দ্বিতীয় গেট দিয়ে মেলার মাঠে গিয়ে শেষ হয়। বর্ণিল এই শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে এর চত্বর। ফাউন্ডেশনের ফটক থেকে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত বিভিন্ন ধরনের আলোকসজ্জাসহ বিভিন্ন গ্রামীণ মোটিফ দিয়ে সাজানো হয়েছে। ফাউন্ডেশনের প্রতিটি সড়কে আঁকা হয়েছে বিভিন্ন ধরনের আলপনা। এতে ফাউন্ডেশন চত্বরে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। এই মেলা আজ থেকে চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।


মেলা উদ্বোধন অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য চন্দ্র শেখর সাহা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা বলেন, বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাশাপাশি লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছরপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, কারুশিল্প, হাতপাখা, কাঠখোদাইশিল্প, পটচিত্র শিল্প, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্প এবং ক্ষদ্র-নৃ-গোষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন এবং বিপণনের সুযোগ রয়েছে।

মেলা চলাকালে প্রতিদিনই থাকবে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। থাকবে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা তিন গুটি, সাত গুটি, বাঘবন্দি, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা। আর রসনাতৃপ্তির জন্য থাকবে মুখরোচক সব বাঙালি খাবার।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁ জাদুঘর নামেও পরিচিত। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও পুনরুজ্জীবিত করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৭৫ সালের ১২ মার্চ সরকার এক প্রজ্ঞাপনবলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে।

পড়ুন : সোনারগাঁওয়ের পানাম সিটি পরিদর্শন করেন সাউথ কোরিয়ার ২৫ সদস্যের টিম

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন