শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার সোনাখালি আবাদি ফিলিং স্টেশনের সামনে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ব্যক্তি হলেন- লক্ষিপুর জেলার, লক্ষিপুর সদর থানার বিজয়নগর এলাকার জাহাঙ্গীর এর বড় ছেলে জাহিদুল ইসলাম শাওন (২৩)।
জাহিদুল ইসলামের পরিবারের লোকজন জানান, ৩ ভাইয়ের মধ্যে তিনি বড়, সে বিদেশে যাওয়ার জন্য (IELTS) করার জন্য মোটর সাইকেলে চড়ে লক্ষিপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সোনারগাঁয়ে অজ্ঞাত একটি ঘাতক পরিবহন পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জাহিদুল ইসলাম মারা যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোরশেদ জানান, নিহতের পরিবারের লোকজন এসেছে আমরা লাশ বুঝিয়ে দিয়েছি । থানায় মামলার প্রক্রিয়া চলছে।
পড়ুন : সোনারগাঁয়ে একাধিক বাড়িঘরে হামলা ও কোটি টাকার সম্পদ লুটের অভিযোগ