সারা দেশে বৃষ্টির দাপট কিছুটা কমেছে। আগামীকালও কম থাকবে বৃষ্টিপাত। তবে সোমবার থেকে দেশজুড়ে শুরু হতে পারে প্রবল বৃষ্টিপাত।
আবহাওয়া অফিস জানিয়েছে, দুই দিন বিরতি দিয়ে অঝোর ধারায় বৃষ্টি শুরু হতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টি কমবে। তবে উপকূলজুড়ে যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, তা টানা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
চলতি মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ কারণে ওই সময়গুলোয় বৃষ্টি বেড়ে যেতে পারে। উত্তর মধ্যাঞ্চলে দু-তিন দিন ও সারা দেশে তিন-চার দিন বজ্রসহ ঝড় হতে পারে। এই মাসে রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। আর বিক্ষিপ্তভাবে দেশের কয়েকটি স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ভারতের বিহার ভূখণ্ডে উঠে গেছে। এ কারণে বৃষ্টি বেড়ে গেছে। আগামী দু-তিন দিন বৃষ্টি কমে গিয়ে আবারও বাড়তে পারে।
এদিকে গতকাল চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ফেনীতে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ২৮৮ মিলিমিটার। রাজধানীতে সারা দিনে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের উপকূলের বেশির ভাগ জেলায় ১০০ থেকে ২৫০ মিলিমিটারের মধ্যে বৃষ্টি হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি কিছুটা কম হয়েছে।
আজ শনিবার সকাল হতে আগামীকাল রবিবার অবধি বৃষ্টিপাতের দাপট ক্ষাণিকটা কম থাকলেও আবার বাড়বে সোমবার থেকে। তুমুল বৃষ্টির দাপট অধিকার করে নিতে পারে। রাজধানীতে বৃহস্পতিবার দিনভর টানা বৃষ্টি ছিল। গতকালও থেমে থেমে বৃষ্টিপাত হয়। সারা দেশে বেড়েছে বৃষ্টিপাত। বিশেষ করে উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল জুড়ে সঞ্চারণশীল মেঘ ও ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে দেশের বেশির ভাগ নদীবন্দরকে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ফেনীতে ২৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নোয়াখালীর মাইজদীকোর্টে ২৭৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। যা গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে। রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৬ মিলিমিটার। এছাড়া ভোলায় ২০৬ মিলিমিটার, পটুয়াখালীতে ১৫৭, বরিশালে ১৫২, খুলনার কয়রায় ১১১, মোংলায় ১৬০, চুয়াাডাঙ্গায় ১০৯, চাঁদপুরে ১৪৯, রামগতিতে ২২২, বান্দরবানে ১১৯, ঈশ্বরদীতে ১০৫ মিলিমিটারসহ প্রায় সারা দেশেই কমবেশি বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস।