১০/১১/২০২৫, ৬:২৩ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৬:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘সোলজার’ লুকে ধরা দিলেন শাকিব খান

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রায় সময়ই আলোচনায় থাকেন। হয়তো ক্যারিয়ার নিয়ে, না হয় ব্যক্তিজীবন নিয়ে। সাম্প্রতিক কাজ নিয়েই বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। গত ৭ অক্টোবর তার আসন্ন সিনেমা ‘সোলজার’র ৩৩ সেকেন্ডের ট্রেলার প্রকাশ হয়। যা নিয়ে শুরু হয় উত্তেজনা।

এবার প্রকাশ্যে এল ভিন্ন এক শাকিব খান। শুক্রবার (১০ অক্টোবর) সকালে অচেনা অবতারে দেখা দিলেন এ নায়ক। যা নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। এদিন বেলা ১১টায় ফেসবুক ভেরিফায়েড পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন ঢালিউড তারকা।

শাকিব খান পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে একটি বার্তা দিয়েছেন। তাতে লিখেছেন, ‘ইউর সোলজার অ্যাট ইউর সার্ভিস’, অর্থাৎ―আপনার সেবায় আপনার সৈনিক।

এ নায়ককে পোস্টারটিতে একজন রহস্যময় ও দৃঢ়চেতা পুরুষ হিসেবে দেখা গেছে। এতে তার ঠোঁটের উপরে মোটা গোঁফ এবং চোখে-মুখে তীক্ষ্ম অভিব্যক্তি দেখা গেছে। সবমিলে ভিন্ন এক শাকিব খানের দেখা মিলেছে পোস্টারে।

অভিনেতার পোস্টটির মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, দৃঢ় সৌন্দর্য ভাই। আরেকজন মন্তব্য করেছেন, রণবীর কাপুরের মতো লাগছে।

প্রসঙ্গত, সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী তানজিন তিশা। এতে আরও থাকছেন অভিনেতা তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিব আবসার প্রমুখ।

পড়ুন : ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হবার আহ্বান ছেলে জয়ের

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন