১৪/০৬/২০২৫, ৭:৩৮ পূর্বাহ্ণ
28.4 C
Dhaka
১৪/০৬/২০২৫, ৭:৩৮ পূর্বাহ্ণ

সৌদি আরবের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা চালু

চিকিৎসার জগতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি আধুনিক ক্লিনিক, যেখানে রোগীর প্রাথমিক চিকিৎসা সেবা দেবে এআই ডাক্তার ‘ডক্টর হুয়া’।

এই বিশেষ ক্লিনিক পরীক্ষামূলকভাবে চালু করেছে সৌদি আরবের আলমুসা গোষ্ঠী, যেখানে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চীনের এআই প্রতিষ্ঠান সিন-ই। এই এআই ক্লিনিকে রোগীরা আগে থেকে যোগাযোগ করে নির্ধারিত সময়ে যেতে পারবেন, থাকবে না লম্বা লাইনের ঝামেলা কিংবা অপেক্ষার ক্লান্তি।

রোগী ক্লিনিকে পৌঁছানোর পর এআই চিকিৎসক ‘ডক্টর হুয়া’ প্রাথমিক পরীক্ষা শুরু করবে। রোগীর সঙ্গে কথোপকথনের মাধ্যমে সমস্যার ধরন বুঝে নেবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। এরপর সেই তথ্য বিশ্লেষণ করে এআই ডাক্তার তৈরি করবে একটি প্রেসক্রিপশন, যা চূড়ান্তভাবে যাচাই করে স্বাভাবিক চিকিৎসক অনুমোদন দেবেন।

যদিও এআই এই ক্লিনিকের মূল চালিকা শক্তি, তবু সম্পূর্ণভাবে মানুষের ওপর নির্ভরশীলতা একেবারে বাদ দেওয়া হয়নি। নিরাপত্তা ও মানের কথা মাথায় রেখে রক্তমাংসের চিকিৎসকরা রয়েছেন প্রতিটি ধাপ পর্যবেক্ষণে। এছাড়াও ক্লিনিক পরিচালনার জন্য থাকছে নিরাপত্তাকর্মীসহ একাধিক জনবল।

পড়ুন: এআই প্রযুক্তিতে সাইবার হামলার আশঙ্কা

দেখুন: চ্যাটজিপিটির কারণে কাজ হারাবে ১৮ সেক্টরের কর্মীরা 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন