18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

গ্লোবাল হারমনি

সৌদি আরবে বসেছে বাংলাদেশের মিলন মেলা

সৌদি আরবে বসেছে বাংলাদেশের মিলন মেলা। রাজধানী রিয়াদের সৌদিয়া পার্কে বাংলাদেশ সময় বুধবার প্রায় মধ্য রাতে শুরু হল গ্লোবাল হারমনি আয়োজনের বাংলাদেশ পর্ব।   

মরুর বুকে বাঙালিয়ানার চিরায়ত দৃশ্যপট । রাজধানী রিয়াদের সৈদিয়া পার্ক যেন বাংলাদেশেরই অখন্ড অংশ। ঢাক ঢোল আর নাচের তাল লয়ে হাজার বছরের বাঙালির জীবনাচার ফুটিয়ে তোলার চেষ্টা।

Global Harmony initiative brings Bangladesh culture to Saudi Arabia

রক্ষণশীলতার মোড়ক থেকে যে সৌদি জনগণ বেরিয়ে আসছে, উন্মুক্ত ময়দানে বাঙালি বধুর নৃত্যযাত্রা যেন সেই আকাঙ্খারই প্রতিচ্ছবি।

ভিশন টুয়েন্টি পার্টিকে সামনে রেখে বৈশ্বিক সাংস্কৃতিক মেলবন্ধনের যে উদ্যোগ নিয়েছে সৌদি সরকার এই আয়োজন তারই অংশ।

‘গ্লোবাল হারমনি’ শীর্ষক প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নিয়েছে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ভারত ও পাকিস্তানসহ মোট নয়টি দেশ। এবং তেরটি সাংস্কৃতিক জাতিগোষ্ঠী। যার তত্ত্বাবধান করছে সৌদির মিনিস্ট্রি অব মিডিয়া।

যেখানে ২০ থেকে ২৩ নভেম্বর বাংলাদেশ পর্ব। রিয়াদসহ বিভিন্ন এলাকা থেকে-সৌদিয়া পার্কে প্রাণের উৎসবে হাজির প্রবাসী বাংলাদেশিরা।

সৌদি আরবে বসেছে বাংলাদেশের মিলন মেলা

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, এটি শুধু জাতিগত সংস্কৃতির আদান প্রদানই নয়, বিশ্বের অন্যতম শক্তি হিসেবে সৌদির উজ্জ্বল ভাবমূর্তির স্বীকৃতি।

বাংলাদেশের বিখ্যাত গায়ক, ব্যান্ডদল, লোক গীতির দল আর ডিজে দের সঙ্গে ৪ দিনে বিভিন্ন সেশনে হাজির থাকবেন জাতীয় দলের একাধিক খেলোয়াড়ও।

এনএ/

আরও পড়ুন: কান উৎসবে প্রথমবারের মতো সৌদি আরবের সিনেমা
দেখুন: ‘সিদ্ধি’ সেবন আর গান বাজনায় সাধু সন্ন্যাসীদের মিলন মেলা!
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন