১৯/০৭/২০২৫, ২:০২ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:০২ পূর্বাহ্ণ

সৌদি পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ হজযাত্রী, মৃত্যু ৫

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৩০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৯৪টি ফ্লাইটে এসব যাত্রী মক্কা-মদিনার পথে রওনা হন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বাকি ৩৩ হাজার ২৬৬ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

রোববার (১১ মে) হজ সংশ্লিষ্ট সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হজের জন্য ৮৬ হাজার ১৭৭টি ভিসা ইস্যু করা হয়েছে। তবে এখনও ৯২৩ জন হজযাত্রীর ভিসা জারি হয়নি। ফ্লাইট পরিচালনায় সবচেয়ে বেশি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যাদের ৪৬টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করেছে। সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট সম্পন্ন করেছে।

এ বছর হজযাত্রীদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। মৃতদের মধ্যে রয়েছেন— জামালপুরের বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু এবং ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট ৩৯৮ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এ ফ্লাইটের মাধ্যমে ২০২৫ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

পড়ুন: সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, মোট ৫ জনের মৃত্যু

দেখুন: ৮ হাজার ৬৪০ কিলোমিটার হেঁটে হজ করতে গেলেন যুবক

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন