২১/০৬/২০২৫, ২২:৫০ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২২:৫০ অপরাহ্ণ

স্কুল-কলেজ ছুটির সময়টাকে কাজে লাগাতে চায় বিএনপি : তারেক রহমান

স্কুল-কলেজ ছুটিকালীন ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।


তারেক রহমান বলেন, “স্কুল, কলেজে সামার ভ্যাকেশনটা ভাগ করে নিতে পারি। যে কয়দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল। আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয় অনেক ডিটেইলস।”

তিনি আরও বলেন, “আপনারা যাদের নিয়ে কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তাদের যদি ডিসিপ্লিন থাকে, তাহলে দেশ এগিয়ে যাবে। স্কুলে স্কাউট, বিএনসিসি ছিল। এর মাধ্যমে বাচ্চারা শৃঙ্খলাবদ্ধ থাকত। আমার ইচ্ছা আছে আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে এই বিষয়গুলো পুরোদমে চালু করবো।”


লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম, নেতৃত্বে উদ্বুদ্ধ করার জন্য স্কাউট, বিএনসিসি, নলেজ বেইজ শিক্ষা, খেলাধুলা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার বিষয়েও আগ্রহের কথা জানান তিনি।

শিক্ষা খাত নিয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, “আমরা প্রাইমারি স্কুল থেকে আরও বেশি গুরুত্ব দিতে চাই। শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, বর্তমানে সেটা যথেষ্ট নয়। আমরা এই খাতকে আরও শক্তিশালী করতে চাই।”

পড়ুন : জননী প্রকল্পের আয়োজনে লালমনিরহাটে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন