স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি সরাসরি ব্যবহার করার সুযোগ মিলেছে রাজধানী ঢাকায়।
বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসানো হয় স্টারলিংকের সরঞ্জাম। যেখান থেকে সরাসরি উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরীক্ষামূলকভাবে এই সুযোগটি এনে দিয়েছে প্রযুক্তিপ্রেমীদের জন্য। যা ঘিরে সকাল থেকেই ভিড় দেখা গেছে ইন্টারনেটপ্রেমী দর্শনার্থীদের।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) মুখপাত্র ওমর হায়দার বলেন, আজ বিডার অনুরোধে আমরা (বিএসসিএল) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে স্টারলিংক ইন্টারনেটের একটি ডেমো পরীক্ষামূলক পরিষেবা দেখিয়েছি। এখানে আসা দর্শনার্থীরা সরাসরি এটি পরীক্ষা করে দেখতে পেরেছেন। আগামীকালও এই প্রদর্শনী চালু থাকবে।