34 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আজ, ৯ এপ্রিল, পরীক্ষামূলকভাবে সেবা চালু করছে। এই উপলক্ষে রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’, যেখানে অংশগ্রহণকারীরা স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন। সম্মেলনের কার্যক্রমও স্টারলিংকের ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

স্টারলিংকে, যা স্পেসএক্সের একটি অঙ্গপ্রতিষ্ঠান,

বাংলাদেশে তার সেবা পরীক্ষামূলকভাবে চালু করার অনুমোদন পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে। বিডা ২৯ মার্চ স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দিয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটি ৯০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম শুরু করতে পারবে। তবে, বাণিজ্যিকভাবে সেবা চালু করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও (নন-গভর্নমেন্টাল স্যাটেলাইট) লাইসেন্স গ্রহণ করা প্রয়োজন। ইতোমধ্যে লাইসেন্সের প্রক্রিয়া অনুমোদিত হয়েছে এবং স্টারলিংকের সেবা চালু হতে চলেছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানিয়েছেন, স্টারলিংকের প্রযুক্তি ইতিবাচকভাবে যাচাই করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম শিগগিরই শুরু হবে। গত বছর জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষা চালানো হয়। এরপর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর স্টারলিংক সেবার বিষয়টি আরও দ্রুতগতিতে এগিয়েছে। উল্লেখযোগ্য যে, ১৩ ফেব্রুয়ারি মার্কিন প্রযুক্তিবিদ ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে স্টারলিংক সেবা প্রসঙ্গে আলোচনা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যার ফলে সেবার চালু প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়।

বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক সেবা চালু হওয়ার মাধ্যমে দেশটি একটি নতুন যুগে প্রবেশ করতে চলেছে। স্টারলিংক ইতোমধ্যে বিশ্বজুড়ে স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা দিচ্ছে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হতে পারে। এর ফলে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য কমবে, এবং দুর্যোগকালীন সময়ে জরুরি যোগাযোগের জন্য স্টারলিংকের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু হওয়া দেশের প্রযুক্তি খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখযোগ্য যে, চলতি বছর দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ভুটানে স্টারলিংকের সেবা বাণিজ্যিকভাবে চালু হয়েছে এবং এবার বাংলাদেশে পরীক্ষামূলক সংযোগ শুরু হচ্ছে।

এদিকে, ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ স্টারলিংকের পরীক্ষামূলক সেবা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে স্টারলিংকের সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরবেন। সম্মেলনের অন্যান্য সেশনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, এবং আমেরিকা থেকে ব্যবসায়ী প্রতিনিধিরা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

স্টারলিংক সেবার মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবা চালু হবে, যা দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

পড়ুন: বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি

দেখুন: যে দেশে ডি*ভোর্স মানেই উৎসব, বিয়ে করেন ১৫-২০ বার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন