কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খেলা চলাকালে হঠাৎ টিকিট জালিয়াতি ও অতিরিক্ত ভিড়কে কেন্দ্র করে দর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এতে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং গ্যালারিতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। সদর উপজেলার ইউএনও সহ অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামের ধারণক্ষমতা ১০ থেকে ১৫ হাজার হলেও সেখানে ৪০ থেকে ৫০ হাজার দর্শক ঢোকানো হয়। টিকিটের সরকারি মূল্য ছিল ৫০ টাকা, কিন্তু ১০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ অনেক দর্শক টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।
ঘটনার একপর্যায়ে পুলিশ ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা বিনা টিকিটের দর্শকদের বের করে দিতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়া হয়। উত্তেজনা বাড়তে থাকলে খেলা বন্ধ ঘোষণা করা হয়।
সংঘর্ষ চলাকালে স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি করে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয়রা বলছেন, অনিয়মিত টিকিট বিক্রি ও স্টেডিয়ামে অতিরিক্ত দর্শক প্রবেশ করানোর কারণেই এ বিশৃঙ্খলার সূত্রপাত হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

