16 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘুষ ও দুর্নী‌তির মাধ্যমে সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৯ অক্টোবর) দুদকের কর্মকর্তারা সংস্থাটির জেলা সমন্বিত কার্যালয় ঢাকায় এসব মামলা দায়ের করেন।

আসাদুজ্জামান খান কামাল ছাড়া মামলার বাকি আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন।

দুদকের করা পৃথক পাঁচটি মামলার প্রত্যেকটিতে আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়েছে। এসব মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন