০৮/১১/২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্থিতিশীল সরকার ছাড়া সংকট নিরসন সম্ভব নয় : রামগতিতে তানিয়া রব

লক্ষ্মীপুরের রামগতিতে অনুষ্ঠিত জাতীয় যুব পরিষদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, “স্থিতিশীল ও নির্বাচিত সরকার গঠন করতে না পারলে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দূর করা সম্ভব নয়।”

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগতির আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তানিয়া রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক এবং জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী।

তিনি বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও এটি আমাদের দেশের জন্য নতুন। এখন এই পদ্ধতির নামে সময়ক্ষেপণ হচ্ছে। দেশের রাজনীতিকদের উচিত রাষ্ট্রকে অস্থিতিশীলতায় না ঠেলে দেওয়া।”

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল বলেন, নেপালের মতো দেশে পিআর পদ্ধতির কারণে ১৭ বছরে ১৩ বার সরকার পরিবর্তন হয়েছে। এর ফলে উন্নয়ন ও স্থায়ীত্ব ব্যাহত হয়েছে। বাংলাদেশে এই পদ্ধতি চালু হলে একই পরিণতি হতে পারে। এটি দেশি-বিদেশী ষড়যন্ত্রের অংশ। যারা পিআর পদ্ধতির পক্ষে, তারা আসলে ষড়যন্ত্রকারীদের হয়ে কাজ করছে।

রামগতি উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদারের সভাপতিত্বে ও রামগতি পৌর যুব পরিষদের আহ্বায়ক বাছেত আলম বাবরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেএসডির রামগতি উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় জেএসডি ও জাতীয় যুব পরিষদের নেতারা। বক্তারা রাজনৈতিক স্থিতিশীলতা, যুব সমাজের অধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

পড়ুন : রামগতিতে যুবকের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন