১৯/০৬/২০২৫, ০:৪৫ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:৪৫ পূর্বাহ্ণ

স্নাতক স্বীকৃতির দাবিতে শাহবাগ অবরোধ নার্সিং শিক্ষার্থীদের

উচ্চ মাধ্যমিক শ্রেণি পাশের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাগবাগ মোড় অবরোধ করেছে নার্সিংয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুর ২টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।

এর আগে, দাবি আদায়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। লিন্তু পুলিশের ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়েই অবস্থান নেন শিক্ষার্থীরা।

তারা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। কিন্তু, এখন পর্যন্ত দাবি না মানায় তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন।

পড়ুন : ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের কর্মবিরতিতে ব্যাহত চিকিৎসা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন