মুষলধারে বৃষ্টির জেরে পাঁচ দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্যা দেখা দিয়েছে ইউরোপের দেশ স্পেনে। দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় এই ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯৫। এছাড়াও, নিখোঁজ রয়েছে আরও কয়েক ডজন মানুষ।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়, বন্যার পানির তীব্র স্রোত সেতু এবং ভবন ভাসিয়ে নিয়ে যায়। মানুষকে নিজেদের রক্ষা করার জন্য ছাদে আশ্রয় নেয়। অনেকে গাছ আঁকড়ে ধরে রাখে।
স্পেনের সরকার জানিয়েছে, বন্যায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ। তাই মৃত মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ এই ভয়াবহ পরিস্থিতির কারণে স্পেনে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এছাড়াও, বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের সম্মানে গতকাল দেশটির পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে, এই আকস্মিক বন্যার কারণে ভ্যালেন্সিয়ায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ অঞ্চলে সব ধরনের ট্রেন পরিষেবার পাশাপাশি সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এনএ/