স্পেনে মাদ্রিদ প্রিমিয়ার লিগ ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ সোমবার (১৪ এপ্রিল ২০২৫) খেতাফের এল কাসার মাঠে সম্পন্ন হয়েছে। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন শাহজালাল স্পোর্টিং ক্লাব বনাম ঢাকা ফ্রুতাস স্পোর্টিং ক্লাব।
খেলা পরিচালনা কমিটির সভাপতি নাহিদ মিয়ার সভাপতিত্বে ও আবু বক্কর তামিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রিদের বিশিস্ট ব্যবসায়ী ইউসুফ আলী । খেলাটি উদ্ভোধন করেন জুবায়ের আহামেদ পলাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মোঃ মামুন মিয়া, মোঃ পিন্টু মিয়া, মোহাম্মদ শামন মিয়া, শামিম আহামেদ‘সহ আরো অনেকে ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,সোহাগ, কামরুজামান, জনি, রূপক, আবু সালাম, কাফি, শ্রাবণ,হেলাল, রাসেল, মাঈনউদ্দিন, বাবু ও সজিব খান।
পড়ুন: গাজায় ‘অবিলম্বে’ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান
দেখুন: হাজার কোটি টাকার ব্যবসার সুযোগ স্পেনে’
ইম/