১৯/০৭/২০২৫, ১:১৭ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:১৭ পূর্বাহ্ণ

স্প্রাইট মাটিতে ফেলে প্রতিবাদ ঢাকা মহানগর উত্তর বিএনপির

ফিলিস্তিনে পরিচালিত বর্বরতা এবং গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রতিবাদের অংশ হিসেবে ইসরাইলি পণ্য বলে পরিচিত কোমলপানীয় স্প্রাইট ফেলে দিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষ দাঁড়ান ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই প্রতিবাদ জানান মহানগর উত্তর বিএনপির নেতারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক কর্মীদের উদ্দেশ্যে দেয়া তার বক্তব্যের এক পর্যায়ে ইসরাইলি সবধরনের পণ্য বর্জনের ডাক দেন। একই সময় তিনি টেবিলে রাখা কোমল পানীয় স্প্রাইট ফেলে ভিন্নধর্মী এ প্রতিবাদ জানান।

এ সময় সবাই হাত উঁচিয়ে ইসরাইলবিরোধী প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে আহ্বানও জানান আমিনুল হক। এ সময় দেশের রাজনীতি নিয়েও কথা বলেন তিনি।অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দেয়ার দাবি জানান তারা।

পড়ুন : চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন