যিনি ভালোবেসে মায়ার বাহুডোরে বেধে ঘোঁচাতে চেয়েছিলেন নগরীর দুঃখগাঁথা। প্রজন্মের জন্য বাসযোগ্য নগরী গড়ে তুলতে স্বপ্ন দেখতেন যিনি। তিনি প্রয়াত মেয়র আনিসুল হক। নগরবাসি তাকে আজও ভালোবাসে। তাইতো, নগর দরদী সেই প্রয়াত মেয়র আনিসুল হককে বাঁচিয়ে রাখতে তার উত্তরসূরীরা করেছেন আনিসুল হক ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এই ফাউন্ডেশন।
জন্ম মৃত্যুর ছকের বাঁধাধরা নিয়মে আনিসুল হক প্রয়াত হলেও তার দেখানো স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তার উত্তরসূরীরা ২০১৮ সালের ১ মার্চ গড়ে তোলে ‘আনিসুল হক ফাউন্ডেশন’।
এই ফাউন্ডেশনেরই একজন উপকারভোগী মোহাম্মদ ইয়াসিন। বৃত্তি পেয়েছেন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য। ইয়াসিনের মতো রয়েছে আরো অনেকে।

ডেফোডিল ইউনিভার্সিটির প্রভাষক জেড এম জালাল উদ্দিন জয় নাগরিককে বলেন, শুধু শিক্ষা নয় আনিসুল হক ‘আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্ট্রোপ্রেনিওরশিপ ফাউন্ডেশন’ প্রায় হাজারের কাছাকাছি নারীকে প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে উদোক্তা তৈরিতে ভুমিকা রেখেছে এই ফাউন্ডেশন। এমন একজন উদোক্তা তাহমিনা আক্তার।
বৃক্ষের ছায়াতলে পথিক যেমন একটু জিরিয়ে নিয়ে ক্লান্তি দূর করে তেমনি শহরকে বাসযোগ্য রাখতে সবুজায়নের গুরুত্ব অনুধাবন করতেন প্রয়াত নগর পিতা। তাই শিক্ষা, নারী জাগরনের পাশাপাশি শহরকে বাসযোগ্য করে তুলতে আনিসুল হক সবসময় চাইতেন নগরের সবুজায়ন। তার সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে গ্রিন সেভারস ফাউন্ডেশনও কাজ করে যাচ্ছে বৃক্ষরোপণ ও ভ্রাম্যমাণ গাছের ডাক্তারের উদ্যোগে সহযোগিতার মাধ্যমে।
শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশেও অনন্য ভূমিকা রাখছেন আনিসুল হক ফাউন্ডেশন। জাগো ফাউন্ডেশনে ছিন্নমূল শিশুদের সহযোগিতায় রাখছেন অবদান।

স্বপ্ন পূরণে আনিসুল হক ফাউন্ডেশন
ফাউন্ডেশনের উদ্যোক্তারা বলছেন এসডিজিতে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রাখতে আনিসুল হক ফাউন্ডেশন মূলত ৪ টি বিশেষ ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। উদ্যোক্তার বিকাশ বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তার উন্নয়ন, সবুজ নগরায়ন, শিক্ষা সহায়তা বিশেষ করে উচ্চশিক্ষায় বৃত্তি, শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশ এবং দায়িত্বশীল গনমাধ্যম তৈরিতে সাংবাদিকতায় প্রশিক্ষণে সহযোগিতা ও বৃত্তি প্রদানে বিশেষ ভুমিকা পালন করছে।
এক সময়কার নগরের অভিভাবক আনিসুল হক চাইতেন পোশাকের বুনন আর শৈল্পিক নকশার মতোই নগরে, তুঁলির আচর কাটতে। সেই নগর পিতা না থাকলেও তার অভাব আজও নগরের জনমানসে অনূভুত হয়। সেই নগরের এক সময়কার কথার জাদুকরের স্বপ্ন বাস্তবায়নের সারথি হয়েছে আনিসুল হক ফাউন্ডেশন।
আজী/
দেখুন: নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণে আনিসুল হক কোহর্ট উদ্বোধন