মাগুরায় আট বছরের শিশু ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসব কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। একইসঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা।
রোববার (৯ মার্চ) সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।
পরে মিছিল নিয়ে জড়ো হন অপরাজেয় বাংলার পাদদেশে। শিশু ধর্ষণ, নারী নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।
একই দাবিতে ভিসি চত্বরে মানববন্ধন করেছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল করেছেন হেল্থ ইকোনোমিক্স ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরাও। একের পর এক ঘটনায় ক্যাম্পাস এমনকি বাসাতেও নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানান নারী শিক্ষার্থীরা।
এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও। ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা।

এছাড়া দুপুরে নতুন বাজার ভাটারা থানার সামনে মানববন্ধন করেছে ইউনাইটেড এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় মাগুরায় শিশু ধর্ষণের বিচারসহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ডের দাবি জানান তারা। বর্তমানে দেশের আইনশৃঙ্খলার অবস্থার অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ৭২ ঘণ্টা সময় দেন বিক্ষুব্ধরা।
এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়ও বিক্ষোভ মিছিল হতে দেখা গেছে। দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও বিচারহীনতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একইসঙ্গে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন। একই কর্মসূচি রয়েছে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও।
পড়ুন : রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারী হেনস্তার প্রবণতা বিপজ্জনক : মির্জা ফখরুল