21 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

স্বর্ণের দোকানে চুরির রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার

রাজধানীর ধানমণ্ডিতে সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির রহস্য উদঘাটন ও চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) হতে শনিবার (১১ জানুয়ারি ২০২৫) পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ ও মুরাগনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ। এসময় তাদের হেফাজত হতে চুরি হওয়া সর্বমোট ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মোঃ রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) আনুমানিক বেলা ০১:০০ঘটিকায় ধানমন্ডি মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোরের ‘ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্স’ দোকানে (দোকান নং ০১৪ ও ০১৫) শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উক্ত শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন অজ্ঞাতনামা চোরেরা শো-রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে ১৫৯ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২,৫০,২৮,৮০০/- (দুই কোটি পঞ্চাশ লক্ষ আটাশ হাজার আটশত) টাকা।

ডিবি সূত্রে আরও জানা যায়, উক্ত ঘটনা ও মামলা রুজুর প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ডিবি ঘটনায় দোকানে জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারে তদন্ত আরম্ভ করে। গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল হতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক অভিনব পদ্ধতিতে শো-রুমের সাটার কেঁটে ভিতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্র পালিয়ে যায়।

উক্ত দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরী করে এবং অপর একজন দ্রুত সাটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে হতে স্বর্ণালঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে। এছাড়া আরো কয়েকজনকে শোরুমের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

ডিবি সূত্রে আরও জানা যায়, ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখ হতে অভিযান পরিচালনা শুরু করে। অভিযান পরিচালনা করে কক্সবাজার হতে চট্টগ্রাম আসার পথে মোঃ রুবেল (২৮) নামে একজনকে হেফাজতে নেয়া হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে কুমিল্লার দেবীদ্বার বাজার সংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সফিক ওরফে সোহেল (৩৬) কে হেফাজতে নেওয়া হয়।

স্বর্ণের দোকানে চুরির রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার

পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান হতে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে সাদ্দাম হোসেন (৩১) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ কর্তৃক চুরির ঘটনায় জড়িত মোট তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক সর্বমোট ৫০ ভরি আট আনা চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা। 

ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র শনাক্ত করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং চুরি যাওয়া অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে নিবিড় তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

দেখুন-পঁচা কলার দোকানে মাসে বিক্রি ১ লাখ টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন