39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

মেহেরপুরে স্বর্ণের বার সহ ভারতীয় নাগরিক আটক

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ১৮টি স্বর্ণের বার সহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে মুজিবনগর সীমান্তে সীমান্ত পিলার ১০৪/৫-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে। আটককৃত নূর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখ ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান,মুজিবনগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ১০৪/৫-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুজিবনগর মাঠের পার্শ্বে বাগানে নুর ইসলাম বিজিবি টহল টিমকে দেখে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাকে আটক করে। নুর ইসলামের কোমরের সাথে প্যান্টের ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো ০৩টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটের মধ্য থেকে ১৮টি স্বর্ণের বার জব্দ করতে। যার ওজন ০২ কেজি ১৮ গ্রাম।

তিনি আরও বলেন, আটককৃত নুর ইসলামের বিরুদ্ধে মামলা পূর্বক মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার গুলো মেহেরপুর ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়াধীন।

এনএ/

আরও পড়ুন: বছরের প্রথম দিনে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

দেখুন: বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা, ভারতের দাদাগিরি শেষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন