18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

৪৪ বছরেও কাজ করতে অডিশন দিচ্ছি : স্বস্তিকা মুখার্জি

টালিউডের প্রতিবাদী নায়িকা হিসেবে স্বস্তিকা মুখার্জি সবার কাছে অনেক জনপ্রিয়। স্বস্তিকাকে টালিউডের ঠোঁটকাটা নায়িকা বলে থাকেন নিন্দুকরা। অনুরাগীদের কাছে পাওয়ার হাউজ অভিনেত্রী নামে তার পরিচিতি রয়েছে। বহু বছর আগে নিজেকে প্রমাণ করেছেন স্বস্তিকা মুখার্জি। যিনি টালিউড থেকে বলিউড, সিনেমা থেকে সিরিজ কাঁপিয়ে যাচ্ছেন রীতিমত। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্বেরও রয়েছে বহু অনুরাগী।

শোবিজে ২৪ বছরের ক্যারিয়ার স্বস্তিকার। অভিনয়ে আসা সেই ২০ বছর বয়স থেকে কিন্তু এখনও তাঁর মধ্যে রয়েছে ভালো চরিত্রের খিদে, ভালো সিনেমার জন্য এখনও তিনি পাড়ি দেন উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম। স্বস্তিকার কথায়, অভিনেত্রী হিসেবে নিজেকেও আরও পরিণত করতে শহর ছেড়ে, ইগো সরিয়ে যেকোনও কোথাও যাওয়াই যায়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেকে নিয়ে এমনটাই জানালেন স্বস্তিকা। সঙ্গে ভাগ করেন এক গুচ্ছ ছবিও।

এ অভিনেত্রী লিখেছেন, ‘২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজে সাজতে শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য। মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। নতুন কোনও চরিত্রের জন্য। যা আমাকে আরও সমৃদ্ধ করবে। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গেছে। আমার অভিধানের প্রিয় শব্দ অধ্যবসায়।

কয়েকদিন আগে ৪৪ এ পা দিয়েছেন স্বস্তিকা। সোশাল মিডিয়ায় বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে দেখা গিয়েছে, গোলাপি রঙের বড়মাপের চশমা পরে। মুখে একেবারেই মেকআপ নেই। শুধু হালকা লিপস্টিক।

জন্মদিনের প্রহরে এমনই কয়েকটি ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছিলেন, ‘প্রিয়, তোমাকে ৪৪তম জন্মদিনের শুভেচ্ছা। এক সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, আজকে সেই রং রুপার থেকেও উজ্জ্বল। এসব দেখে তুমি হয়ত বলবে, এই চোখ দুটো ক্লান্ত। আমি ওই দুই চোখে ক্লান্তি নয়, অভিজ্ঞতা দেখতে পাই। চোখের নীচে কালি নয়, আমি দেখতে পাই সাফল্য।’

দেখুন : পৃথিবীতে ঐশ্বরিয়ার মতো দেখতে আরও ৬ জন!

ইম/টিএ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন