29.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

স্বস্তি নিয়ে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন মানুষ

ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। তবে রাজধানীর বাস কাউন্টার গুলোতে প্রতিবারের মত তেমন কোনো চাপ নেই। টার্মিনালে নেই চিরচেনা সেই ভিড়।


শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে রাজধানীর মহাখালীর বাস টার্মিনালেও দেখা গেছে সেই চিত্র। যাত্রীর অপেক্ষায় কাউন্টারগুলোতে হাঁকডাক করছেন কাউন্টার মাস্টাররা। দূরপাল্লার বাসে ডেকে ডেকে যাত্রী নিতে দেখা গেছে। কাঙ্ক্ষিত যাত্রীচাপ না থাকায় স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। বাড়তি ভাড়া নিচ্ছে না বাস কাউন্টারগুলো বলছেন যাত্রীরা। তবে টিকিট কাটতে ও নির্ধারিত গাড়িতে উঠতে কিছুটা ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

কর্তৃপক্ষ বলছে, রাতে ছেড়ে যাওয়া বাসগুলো ঢাকায় পৌছাতে দেরি হওয়ায় এমনটা হচ্ছে। এছাড়াও যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তৎপরতা দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর।

অন্যদিকে স্বস্তির কথা মাথায় রেখে অনেকেই বেছে নিয়েছেন রেলের যাত্রা। বুধবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়। আজ ভোর থেকে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে ঢাকা। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের ১০ থেকে ১৫ মিনিট দেরিতে প্ল্যাটফর্ম ত্যাগ করেছে। যদিও তা নিয়ে যাত্রীদের মাঝে তেমন কোনো উদ্বেগ নেই। দীর্ঘ ছুটিতে বাড়ি ফেরার আনন্দই তাদের কাছে মুখ্য। যারা আগেই টিকিট কেটে রেখেছেন তারা নির্ধারিত সিট পেয়ে স্বস্তি প্রকাশ করছেন। তবে যারা টিকিট পাননি তারা কালোবাজারির অভিযোগ আনছেন।

পড়ুন : ঢাকায় ফিরছে মানুষ:এখনো বাড়িতেও যাচ্ছেন অনেকে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন