আবারও স্বাভাবিক হয়ে উঠছে পর্যটন শহর কক্সবাজার। পর্যটকদের সর্ব্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে ভ্রমণে আসার অহ্বান জানিয়েছে সেনাবাহিনী। তবে ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়ে শঙ্কায় স্থানীয় ব্যাবসায়ীরা।
অস্থিতিশীল সময় কাটিয়ে এখন অনেকটা স্বাভাবিক বাংলাদেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজার। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে পর্যটকদের মনে, বের হচ্ছেন ভ্রমণে সেইসাথে গতি ফিরেছে ব্যাবসা বাণিজ্যে। মানুষের ভিড় রয়েছে সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা গত একমাসে তাদের ক্ষতির কথা বলেছেন।
এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় এই পর্যটন খাত রাষ্ট্রীয় সম্পদ তাই তারা সাধারণ মানুষ ও পর্যটক উভয়ের কথা মাথায় রেখে কাজ করছে ।
সাধারণ জনগণ মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সবকিছু ফিরে পাবে তার স্বাভাবিক গতি ।