১৬/১১/২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্বেচ্ছাশ্রমে উখিয়ার রাস্তায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতার জয়যাত্রা

“পরিচ্ছন্ন উখিয়া, সুস্থ জীবন বিডি ক্লিনের অঙ্গীকার” এই স্লোগানকে ধারণ করে উখিয়ায় স্বেচ্ছাশ্রমে গড়ে উঠছে পরিচ্ছন্নতার নতুন দৃষ্টান্ত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে প্রথম পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় উখিয়া শহীদ মিনার ও আশপাশের রাস্তা থেকে প্রায় ২ টন ময়লা-আবর্জনা সংগ্রহ করে পরিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবীরা ঝাড়ু, ট্রলি ও বর্জ্য ব্যাগ হাতে নিয়ে সকলে মিলে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। পুরো সময় জুড়ে তাদের মাঝে ছিল অদম্য উৎসাহ ও আনন্দ।

বিডি ক্লিন উখিয়া টিমের প্রতিনিধি ওমর ফারুক বলেন, “পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি নাগরিক দায়িত্বও। আমরা চাই আমাদের আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন উখিয়া গড়ে তুলতে। এজন্য সাধারণ মানুষকেও সচেতন হয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে হবে।”

তিনি আরও জানান, এই অভিযান একদিনের নয়; এটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অব্যাহত থাকবে।

জেলা টিমের সমন্বয়ক ছৈয়দ করীম বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু স্বেচ্ছাসেবীরা নয়, স্থানীয় দোকানদার, গাড়িচালক ও পথচারীরাও ময়লা যথাস্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।”

অন্যদিকে বিডি ক্লিন টেকনাফ টিমের সমন্বয়ক রাফি আনোয়ার জানান, নিয়মিত অভিযানের পাশাপাশি তারা স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কার্যক্রম চালাবেন। এতে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করা হবে।

স্বেচ্ছাশ্রমে শুরু হওয়া এই উদ্যোগ উখিয়ার তরুণদের সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিচ্ছে। বিডি ক্লিন উখিয়া টিম আশা করছে, স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা পেলে উখিয়া দ্রুত একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর শহরে রূপান্তরিত হবে।

অভিযানে অংশ নেন বিডি ক্লিন উখিয়া, জেলা ও টেকনাফ টিমের সদস্যরা।

বিজ্ঞাপন

পড়ুন :উখিয়ায় বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন