27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শেষ হলো স্বেচ্ছাসেবকদের দুইদিনব্যাপী সম্মেলন

‘পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ, স্বেচ্ছাসেবকতায় শক্তি’ প্রতিপাদ্যকে ধারণ করে উপকূলীয় বরগুনায় শেষ হয়েছে বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবকদের দুইদিনব্যাপী সম্মেলন।

আজ শনিবার (১৫ মার্চ) বিকেলে বরগুনা সরকারি কলেজে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির শপথের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবকদের এ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। 

এর আগে শুক্রবার বিকেলে একই স্থানে এ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে ও অক্সফ্যামের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চারুকলা বরিশাল কারিগরি সহযোগিতা করে।

বরগুনা জেলা রোভার স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক তারিক বিন আনসারি সুমনের সঞ্চালনায় ও বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম, পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল, জাগোনারীর সভাপতি অ্যাডভোকেট সেলিনা হোসেন, প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, পটুয়াখালীর সাবেক জেলা জজ রোখসানা পারভীন, বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, জেলা রোভার স্কাউটসের সহ-সভাপতি লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে তাদের কার্যক্রম সম্পর্কিত ক্যাম্প, জলবায়ু ও প্লাস্টিকের ক্ষতিকারক দিক তুলে ধরে বিভিন্ন স্ট্যাচু প্রদর্শন, ধর্ষণ বিরোধী শ্লোগান ও শিশু আছিয়ার ধর্ষকদের শাস্তির দাবী জানিয়ে মোমবাতি প্রজ্জ্বালনসহ বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশের বৃহত্তর গ্লোব স্থাপন করা হয়।

উদ্যোক্তারা জানান, ফেব্রুয়ারিতে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে তিনদিনব্যাপী স্বেচ্ছাসেবক অ্যাডভান্স সার্ভাইভাল প্রশিক্ষণের পর স্বেচ্ছাসেবকদের কার্যক্রম প্রদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করতে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন সেক্টরের অভিজ্ঞ স্বেচ্ছাসেবকদের মধ্যে বরগুনাসহ বরিশাল বিভাগের সকল জেলা থেকে ৪০০ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, সম্মেলনে স্বেচ্ছাসেবক ও মানবিক কর্মকাণ্ডে অভিজ্ঞ ব্যাক্তিবর্গের মধ্যে নেটওয়ার্কিং, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হয়েছে। যা মানবসেবার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন সহ সার্বিক ভাবে স্বেচ্ছাসেবী কার্যক্রমে মানুষকে আগ্রহী করবে। একই সাথে যেকোনো দুর্যোগ মোকাবিলার জন্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত হতে সহায়ক হবে।

এনএ/

দেখুন: কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা অপহরণের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধেই 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন