23 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

স্মার্টফোনের গড় আয়ু কতদিন, জানেন কি?

বর্তমানে স্মার্টফোন ছাড়া কোনো মানুষেরই চলেই না। তরুণ-তরুণী, যুবক-যুবতী এমনকি বয়সকরাও এখন আপডেটেট ফোন কিনতে বেশ আগ্রহী থাকে। অনেকেই আবার বাজারে নতুন সেট এলেই হাতের সেট নষ্ট না হলেও নতুন ফোন নিতে উদগ্রীব হয়ে ওঠে। কিন্তু কখনও ভেবে দেখেছেন আপনার ফোনের এক্সপায়ারি ডেট বা আয়ু কতদিন? যেকোনো ব্যবহার জিনিসের ক্ষেত্রেই তো এক্সপায়ারি ডেট তার প্যাকেটের মধ্যেই লেখা থাকে কিন্তু ফোনের ক্ষেত্রে আয়ু আসলে কতদিন? যদিও কোন কোম্পানি এই ধরনের কিছু উল্লেখ করে না। তবে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে একটি স্মার্টফোনের আয়ু কতদিন থাকে।

এখনকার দিনে স্মার্টফোন শুধু ফোন কল কিংবা বিনোদনের জন্যই নয়, অনেক জরুরি কাজেও খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি অনেক স্কুল পড়ুয়াদেরও পড়াশোনার বিষয়ে খুঁটিনাটি নানান তথ্য সংগ্রহের জন্য-ও এই স্মার্টফোন এখনকার দিনে খুবই দরকারি একটি ইলেক্ট্রনিক ডিভাইস। এদিকে প্রতি সপ্তাহেই একের পর এক নতুন মডেল লঞ্চ করছে কোম্পানিগুলো। আজ কেনা মডেলটিও কাল পুরোনো হয়ে যায়। অনেকেই ৩ থেকে ৪ বছর বা তারও বেশি সময় ধরে একই স্মার্টফোন মডেল ব্যবহার করেন। আর সেসব ফোন চলছেও দিব্যি। তবে যত দামি মোবাইল ফোনই কেনা হোক না কেন তা ব্যবহারের সাথে সাথে পুরনো হবেই। আর ইলেক্ট্রনিক জিনিস পুরনো হওয়া মানেই তার গড় আয়ু কমে আসা।

আর এরফলে সময়ের সাথে সাথে এই সমস্ত পুরনো জিনিসের খারাপ হওয়ার প্রবণতাও বাড়তে থাকে। তাই কারও পুরনো মোবাইলে সাউন্ডের সমস্যা তো কারও আবার স্পিড কমে যাওয়া কিংবা ব্যাটারির খারাপ হওয়ার সমস্যা লেগেই থাকে। এছাড়া ব্যাটারিতে একাধিক কেমিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয়। সেগুলোর মেয়াদ একটা সময়ের পর শেষ হয়ে যায়। তবে স্মার্টফোনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। এতে প্রয়োজন মতো ব্যাটারি বা অন্যান্য পার্টস পরিবর্তন করে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এর এক্সপায়ারি ডেট বলে কিছু নেই।

বর্তমানে স্মার্টফোন নির্মাতারা ২ থেকে ৩ বছর পর সফটওয়্যার আপডেট করা বন্ধ করে দেয়। এর ফলে পুরোনো স্মার্টফোন আর ব্যবহারযোগ্য থাকে না। অনেকক্ষেত্রে কোম্পানি দুই থেকে তিন বছর পর ওই নির্দিষ্ট মডেলের অ্যাকসেসরিজ তৈরিও বন্ধ করে দেয়।

তাহলে একটি কত বছর পর্যন্ত ব্যবহার করা যেতে পারে? আসলে এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটি মূলত নির্ভর করছে ফোন ব্যবহারকারীর উপর। এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যতক্ষণ এটি ব্যবহারযোগ্য, ততক্ষণ তা ব্যবহার করা যেতে পারে। এমনকি দরকার পড়লে খারাপ ব্যাটারি এবং স্ক্রিন পাল্টেও ফোন ব্যবহার করা যেতে পারে।/সাকু।

আরও: ত্রিশ মিনিট পর্যন্ত পানিতে ডুবে থাকতে পারবে ভিভো ভি৪০ ফাইভজি
দেখুন: বদলে যাচ্ছে স্মার্টফোন, যুক্ত হচ্ছে নতুন ফিচার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন